ঢাকা, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫,
সময়: ১১:০৮:২৭ PM

কাউকে ভোট হাইজ্যাক করতে দেয়া হবে না:জামায়াত আমির

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
19-11-2025 09:32:41 PM
কাউকে ভোট হাইজ্যাক করতে দেয়া হবে না:জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে কোনো পক্ষের তরুণ ভোটারদের প্রতিহত বা প্রভাবিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, কেউ গোপনে ভোট হাইজ্যাক করার চেষ্টা করলে, যুবকরা তাদের প্রতিরোধে দৃঢ়ভাবে আন্দোলন করবে।ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতের দিকে জামায়াতের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে এই বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “তোমরা যাকে পছন্দ করো, তাকে ভোট দাও। আমরা তোমাদের পাশে থাকব, তোমাদের সাহস দেব এবং শক্তি দেব। কোনো ডাকাত বা চাঁদাবাজ তোমাদের ভোটে হস্তক্ষেপ করতে পারবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় এলে ব্যবসায়ী ও শিল্পপতিদের সম্পদ রক্ষা করা হবে এবং কোনো চাঁদাবাজকে তাদের কাছ থেকে সাহস করবে না। তিনি আরও বলেন, চাঁদাবাজমুক্ত বাংলাদেশে দ্রব্যমূল্য অর্ধেকে নেমে আসবে এবং ব্যবসায়ীরা সম্মানের সঙ্গে ব্যবসা করতে পারবে।

দ্বিতীয় প্রাধান্য হিসাবে তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের গুরুত্ব তুলে ধরেন। বলেন, “দুর্নীতি সমাজের শিরা–শিরায় প্রবেশ করেছে। আমরা একে নির্মূল করার সংগ্রাম চালাবো। কোনো বাধা আমাদের পথ থামাতে পারবে না।”

এছাড়া তিনি ন্যায়বিচার ও বিচার ব্যবস্থার শুদ্ধিকরণে জোর দেন। বলেন, “প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার আছে। বিচারকেরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে এবং কেউ অন্যায় সুবিধা নিতে পারবে না।”

ডা. শফিকুর রহমান কূটনীতি বিষয়ে বলেন, বাংলাদেশ স্বাধীন ও সম্মানজনক পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সকল সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, কিন্তু কারো প্রভুত্ব মেনে নেবে না।

নারীর কাজকর্ম ও পরিবারের সমন্বয় বিষয়ে তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। কর্মঘণ্টা কমানো হলে নারীরা সন্তান লালন, পরিবারের দায়িত্ব ও কর্মক্ষেত্রে মনোযোগ আরও ভালোভাবে দিতে পারবে। তিনি বলেন, “নারী ঠিক থাকলে পরিবার ঠিক থাকে, পরিবার ঠিক থাকলে রাষ্ট্রও ঠিক থাকে।”