ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৫:১০:০৮ AM

পিটিআই নিষিদ্ধে পাঞ্জাব প্রস্তাব বিধানসভায়

ডেস্ক রিপোটার।। দৈনিক সমবাংলা
29-11-2024 06:30:01 PM
পিটিআই নিষিদ্ধে পাঞ্জাব প্রস্তাব বিধানসভায়

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধের জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মদ ফাইয়াজ এই প্রস্তাব পেশ করেন।প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়েছে, রাজনৈতিক দলের নামে পিটিআই অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তাছাড়া দলটির বিক্ষোভ সমাবেশ ঘিরে সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।প্রস্তাবে অভিযোগ করে বলা হয়, নৈরাজ্য তৈরির জন্য দেশকে অস্থিতিশীল করছে ইমরান খানের দল। তাছাড়া বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ বাদী হয়ে এ মামলা করে।বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শেহবাজ বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসে যেতে দেবো। বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলার পদক্ষেপ নেয় ইসলামাবাদ পুলিশ।মূলত ইমরান খানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। এতে ইমরান সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র: জিও নিউজ