ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০২:২৩:৫৮ AM

জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১০ স্পটে খাবার বিতরণ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
30-05-2024 06:19:31 PM
জিয়ার শাহাদাত বার্ষিকীতে ১০ স্পটে খাবার বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩  তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তরের ১০ টি স্পটে দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে রান্না করা খাবার  বিতরণ করেছে বিএনপি। দুপুরে শেরে বাংলা নগরের সায়ন্স চক্ষু হাসপাতালের সামনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দরিদ্র ও শ্রমজীবি মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি উদ্ভোধন করেন। মহানগর ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ ফরহাদ হালিম ডোনার ও সদস্য সচিব আমিনুল হক এর সাথে  মহানগর যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, এবিএমএ রাজ্জাক, আফতাব উদ্দিন জসিম, মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ, শেরে বাংলা নগর থানা যুগ্মআহবায়ক শাহজালাল সিকদারসহ প্রমুখ। পল্লবীর সাড়ে এগারো বাসস্ট্যান্ডে বিএনপির স্হায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে দুঃস্তদের মাঝে খাবার বিতরণ করেন মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। ভাষাণটেকে যুবদল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে দুস্তদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান। এসময় মহানগর সদস্য সচিব আমিনুল হক উপস্থিত ছিলেন। ভাটারার ১০০ ফিট রোডের নয়াবাড়িতে খাবার বিতরণ করেন বিএনপির স্হায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম মিয়া, ৪০ নম্বর ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম হাতি ৩৯ নম্বর ওয়ার্ডের সভাপতি মইনুল হোসেন মনা প্রমুখ উপস্থিত ছিলেন। কল্যানপুর বাসস্ট্যান্ডে মিজান টাওয়ারের সামনে খাবার বিতরণ করে মিরপুর থানা  বিএনপি। গুলশান ও বনানীতে ও খাবার বিতরণ করা হয়। শাহ আলীর মাজারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক দুঃস্তদের মাঝে খাবার বিতরণ করেন।