ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪,
সময়: ০৬:৫৩:০২ AM

খণ্ডকালিন শিক্ষকদের হাতে নাজেহাল অধ্যক্ষ

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-09-2024 09:26:57 PM
খণ্ডকালিন শিক্ষকদের হাতে নাজেহাল  অধ্যক্ষ

শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জোবায়দা খানমকে জোরপূর্বক পদত্যাগ করানোর ঘটনা ঘটেছে। সোমবার (০৯সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জোরপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগ করানোর সঙ্গে জড়িতরা হলেন সৈয়দা মেহনাজ নাইয়ারা, আকলিমা আক্তার, রেখা মণ্ডল দীনা, রাজিয়া সুলতানা, নুসরাত জাহান। জড়িতরা সবাই প্রতিষ্ঠানটির শিক্ষক হিসেবে কর্মরত আছেন। এই ঘটনায় জড়িতরা সাবেক আওয়ামী লীগ ও স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে খণ্ডকালিন সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া। আওয়ামী লীগের আমলে এই শিক্ষকরা খণ্ডকালিন হলেও বেশ দাপটের সঙ্গে চলতেন। প্রতিষ্ঠানের নিয়মশৃঙ্খলা পরিপন্থি কাজেও তাদের জড়িত থাকার অভিযোগ আছে।  শুধু তাই নয়, জোবায়দা খানমের আগে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের দায়িত্ব পালন করা প্রদুৎ কুমার ও তোফায়েল আহমেদকে গত দুই বছরের মধ্যে পদ থেকে সরে যেতে হয়েছে। অভিযোগ আছে, খণ্ডকালিন এই চার শিক্ষকের সঙ্গে আরও কিছু শিক্ষক ও বহিরাগতরা মিলে এরআগেও অধ্যক্ষের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলে ধরে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে তারা সরে যেতে বাধ্য হন।  নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন জ্যেষ্ঠ শিক্ষক বলেন,‘তোফায়েল আহমেদ স্যারকে এখান থেকে সরানোর জন্য এই শিক্ষকরা একজোট হয়ে ষড়যন্ত্র শুরু করে। এক পর্যাকয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পরে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।’ এ ব্যাপারে জানতে চাইলে প্রধান শিক্ষক জোবায়দা খানম বলেন, খন্ডকালীন শিক্ষকদের আচারনে স্কুলটির শিক্ষার পরিবেশ ঠিক ছিলনা।  তারা সব সময় অন্যন্য শিক্ষকদের সাথেও খারাপ অশালীন আচারন করতো।