ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:১৩:০৯ PM

ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কল্যাণকর শক্তি

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
03-12-2024 11:13:09 PM
ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কল্যাণকর শক্তি

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেছেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেবল জোটবদ্ধ কিছু নয় বরং উচ্চাভিলাসী। এটা বিশ্বের জন্য কল্যাণকর শক্তি।গ্লোবাল টেক সম্মেলনে বর্তমানে ভারতের জি-২০ প্রেসিডেন্সির প্রধান সমন্বয়কারী হর্ষবর্ধন শ্রিংলাসহ অতিথিদের সঙ্গে আলাপে তিনি এই কথা বলেন। মার্কিন এই কর্মকর্তার মতে, ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক কেবল চীনের ওপর ভিত্তি করে দাঁড়ানো নয়। এটা একটা জোটবদ্ধ শক্তি। যা বিশ্বের জন্য খুবই কল্যাণকর। এরিক গারসেটি বলেন, ‌‘ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহুদিন ধরে আমাদের ফেসবুক স্ট্যাটাসের মতো। এটা জটিল। ...তারা এখন ডেট করছে। গারসেটি আরো বলেন, দুই দেশের অন্তরেই আছে বড় ধরনের উচ্চাকাঙ্ক্ষা। এ কারণেই আমরা উপলব্ধি করলাম আমাদের একসাথে এগোনো উচিত। ’তিনি আরও বলেন, ‘যখন আমি ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের কথা বলি, তখন অনেকেই ভাবেন চীনের কারণেই আমরা একতাবদ্ধ হয়েছি। আমি মোটেও এটা বিশ্বাস করি না। যা আমাদের আলোচনা ও নির্ভরশীল হওয়ার দিকে ঠেলে দেয়, আমি মনে করি এটা সেরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি মাত্র। ’