ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪,
সময়: ০১:৪৯:১৯ AM

ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ,নিহত ৬

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
26-11-2024 06:24:24 PM
ভারতে মসজিদ সমীক্ষা নিয়ে সংঘর্ষ,নিহত ৬

ভারতের উত্তরপ্রদেশে একটি মসজিদ সমীক্ষাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। জানা গেছে, সম্প্রতি উত্তরপ্রদেশের সম্ভলের একটি আদালতে মামলা হয়। এতে বলা হয়, ১৫২৯ সালে মোগল সম্রাট বাবর একটি মন্দির ভেঙে তার ওপরে জামে মসজিদ নির্মাণ করেছিলেন। এর সত্যতা যাচাই করতে গত মঙ্গলবার মসজিদে সমীক্ষার নির্দেশ দিয়েছিল আদালত।ওই দিন থেকেই এলাকায় উত্তেজনা ছড়াতে থাকে। সমীক্ষক দল কাজ শুরু করলে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরমে ওঠে।সেখানে এক পর্যায়ে পুলিশ ও সমীক্ষাবিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে পুলিশ। এতেই হতাহতের ঘটনা ঘটে।