ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ১১:৩৮:০৭ PM

'এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট:ফখরুল

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-06-2024 07:45:51 PM
'এই বাজেট হচ্ছে কালো টাকার বাজেট:ফখরুল

প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 'এই বাজেট হচ্ছে একটা কালো টাকার বাজেট। কালো টাকা কিভাবে সাদা করা যাবে সেই বাজেট। কি করে দুর্নীতি আরও বেশি করা যাবে তার বাজেট। ট্রান্সপোর্ট সেক্টরে সবচেয়ে বেশি বরাদ্দ করা হয়েছে, ট্রান্সপোর্ট সেক্টরে চুরি করা সবচেয়ে বেশি, সোজা সেই কারণে এই সেক্টরে বরাদ্দ সবচেয়ে বেশি দেয়া হয়েছে।শুক্রবার (৭ জুন) বিকেলে ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে সোনালী দল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়ার গৃহীত কর্মসূচি ও নীতি:বাংলাদেশের কৃষি বিপ্লব ও পল্লী উন্নয়নের মূল ভিত্তি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সেমিনারে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, 'কৃষি বিপ্লব বলেন আর যাই বলেন এসব বলে কোন কিছু লাভ হবে না, যদি এই ভয়াবহ দানব সরকারকে আমরা আমাদের বুকের উপর থেকে না সরাতে পারি। এরা পুরোপুরি দানব, এদেরকে আগে সরাতে হবে। সবাইকে জেগে উঠতে হবে, আপনারা সবাই উচ্চ শিক্ষিত বিশ্ববিদ্যালযয়ের শিক্ষক। আপনাদের একটাই কাজ, আপনারা তো আর রাস্তায় নেমে লড়াই করতে পারবেন না, কিন্তু আপনাদেরকে তরুণ প্রজন্ম, তাদেরকে জাগিয়ে তুলতে হবে। মানুষকে জাগিয়ে তোলার জন্য যা কিছু করার দরকার সেটি করতে হবে। 

এই সরকার মিথ্যার উপর টিকে আছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, 'এই সরকারের সকল পরিসংখ্যান বানানো তৈরি করা। এর আগে একজন বক্তা বললেন, এই বাজেট বেনজীর বাজেট। আমাদের সব কিছুই বে- নজীর এখন।  বাজেট থেকে শুরু করে, বেনজীর-আজিজ সবই বে-নজীর। এ থেকে বের হতে আমদের তরুণদের নামতে হবে। এ কথা আমি বারবার বলি। আমাদের সব কিছু ধ্বংস করেছে এই সরকার। এই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে উঠতে হবে। 

আমরা কেউ হতাশ নই, আমাদের কেউ দল ত্যাগ করেনি, কেউ দল ছেড়ে যাবেও না জানিয়ে মির্জা ফখরুল বলেন, কারণ আমরা একটা সত্য ও ন্যায়ের পক্ষে আছি। আমাদের দায়িত্ব, এই দানব সরকার উৎখাত করে জনগণের প্রতিনিধিত্বশীল জবাবদিহি সরকার গঠন করা।

সংগঠনের সভাপতি প্রফেসর গোলাম হাফিজ কেনেডির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড.মো:আবুল কালাম আজাদের সঞ্চালনায় সেমিনারে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ডা:এ জেড এম জাহিদ হোসেন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, শিক্ষা বিষয়ক সম্পাদক এবি এম ওবায়দুল ইসলাম,সহ-তথ্য বিষয়ক সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।