ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
সময়: ০৫:০০:০১ PM

সাভারে হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে

এস এম মনিরুল ইসলাম,সাভার:
19-04-2025 05:00:01 PM
সাভারে হাইওয়ে পুলিশের ওপেন হাউস ডে

নিরাপদ মহাসড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি নিয়ে ওপেন হাউস ডে পালন করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে সাভার হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠানের আয়োজন করা হয়।সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। এব্যাপারে চালক, যাত্রী, পরিবহন মালিকদের সচেতনতা দরকার। সড়কে আইন মেনে গাড়ি চালানোর জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি।এসময় অনুষ্ঠানে বিভিন্ন পরিবহনের মালিক, শ্রমিক নেতা, হাইওয়ে কমিউনিটি পুলিশ, সাভার হাইওয়ে থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।