সাভারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আশুলিয়া থানা আ.লীগের সভাপতি ফারুক হাসান তুহিন এর গণসংযোগ হয়েছে।সোমবার বিকেলে সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডের ইমান্দিপুর, মজিদপুর ও শাহীবাগ এলাকায় বর্তমান সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন সাধারণ মানুষের মাঝে। এসময় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। পরে ডগরমোড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ থেকে বক্তারা ফারুক হাসান তুহিনকে ঢাকা-১৯ আসনে থেকে নৌকার মনোনয়ন দেওয়ার দাবি জানান। মনোনয়ন প্রত্যাশী ফারুক হাসান তুহিন বলেন, আপনারা সবাই জানেন আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমি এই দুনিয়াতে যখন প্রথম ভূমিষ্ট হই তখন স্বাধীনতার পর বাংলাদেশ ছাত্রলীগের সাভার থানা শাখার প্রথম সভাপতি, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি, আমি সৌভাগ্য পিতার সৌভাগ্য সন্তান। আমি ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত কোন আন্দোলন-সংগ্রামে কখনো পিছুপা হইনি।
তিনি এসময় আরও বলেন, আমরা যারা আওয়ামী পরিবারের সন্তান আমাদের শেখ হাসিনা ছাড়া, মুক্তিযুদ্ধের শক্তির চেতনা ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। অতএব আগামী নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, এ নির্বাচনে সব দলের অংশগ্রহনে নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি। সুতরাং আগামী নির্বাচনে মনোনয়ন আমাকেই দিতে হবে এমন কোনো বিষয় নয়, আমার চেয়েও যদি ভালো কোনো প্রার্থীকে মনোনয়ন দিলে আ.লীগ বিজয়ী হয় সেটাই আমার চাওয়া। আমি মনোনয়ন পাওয়ার চেয়ে আ.লীগ বিজয়ী হওয়াটাই জরুরি বলে মনে করি। আমি মনে করি আমার ব্যাক্তিগত চাওয়া-পাওয়ার চেয়ে আ.লীগ এগিয়ে যাক, আ.লীগ ক্ষমতায় থাক শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন বাংলার মাটিতে বাস্তবায়ন হলেই আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে, সার্থক কর্মী হিসেবে নিজেকে ধন্য মনে করবো। তাই আগামী নির্বাচনে সকল ষড়যন্ত্র-অপশক্তিকে ভেঙ্গে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আওয়ামী লীগকে বিজয়ী করে, শেখ হাসিনাকে আগামীতে আবারও প্রধানমন্ত্রী করেই ছাড়বো ইনশাআল্লাহ।এসময় ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনেকের মধ্যে বক্তব্য রাখেন,৮ নং ওয়ার্ড কাউন্সিল সেলিম মিয়া, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আব্বাস আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিল রাজিয়া সুলতানা, আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন, উসমান মোল্লা, মোক্তার মেম্বার প্রমুখ।