ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪,
সময়: ০৫:২৯:৫৯ PM

কেরাণীগঞ্জে ঔষধ কারখানায় জরিমানা

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ
24-11-2024 05:29:59 PM
কেরাণীগঞ্জে ঔষধ কারখানায় জরিমানা

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল হারবাল ওষুধ তৈরি করার অপরাধে একটি কারখানাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মডেল থানার কদমতলী মডেল টাউন এলাকালায় তৃপ্তি আয়ুবের্দিক দাওয়াখানাকে এই জরিমানা করা হয়। জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের নির্দেশনায় কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে তৃপ্তি আয়ুবের্দিক দাওয়াখানায় ভ্রাম্যমান আদালতের অভিজান পরিচালনা করা হয়। এসময় ওই কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি কুমড়া দিয়ে ভেজাল হারবাল ঔষধ তৈরি করা হচ্ছিল। এতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই কারখানার মালিক শামীম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিন সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন জানান, কেরানীগঞ্জে ওই কারখানায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে হারবাল ওষুধ তৈরীর অপরাধে ও বৈধ কাগজ পত্র দেখাতে না পারায়, কারখানা মালিক শামীম হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভেজালবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে ।