ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০১:৩৬:৫১ AM

কেরাণীগঞ্জে আগুনে ০২ শিশু সহ নিহত ৫

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধি
25-11-2024 01:36:51 AM
কেরাণীগঞ্জে আগুনে ০২ শিশু সহ নিহত ৫

দক্ষিণ কেরাণীগঞ্জ  মডেল থানা অন্তর্গত কালিন্দী ইউনিয়নের গদাবাগে  কেমিক্যাল কারখানায় আগুন লেগে দুই শিশুসহ চারজনের মৃত্যু ও বেশ কয়েকজন অগ্নিদগ্ধ হয়েছে । ১৫ আগস্ট রাত আনুমানিক রাত ৩ টা ৪০ মিনিটে স্বাদ গ্লাস এন্ড পলিমার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে । ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে বসত ঘরে রাতে ঘুমিয়ে থাকা জেসমিন আক্তার(৩০) ও তার কন্যা ঈশা(১৬) এবং মিনা(২৪) এবং তার শিশুসন্তান তাইয়্যবো(২) ঘটনাস্থলে অগ্নিগ্ধ হয়ে নিহত হন।  আহত অবস্থায় মোঃ সোহাগ হোসেনকে (৩২) হাসপাতালে নিয়ে গেলে দুপুর নাগাদ তার মৃত্যু হয় । সোহাগ হোসেনের মেয়ে তানহা গুরুতর অসুস্থ অবস্থায়  হাসপাতালে ভর্তি আছে।  প্রবাসী মিলনের স্ত্রী জেসমিন রাত্রি,  জেসমিনের একমাত্র মেয়ে ঈষা,সোহাগ হোসেন, সোহাগের স্ত্রী মিনা,মেয়ে শিশু তাইয়্যবো। সোহাগ হোসেন ও সৌদি প্রবাসী মিলন আপন দুই ভাই। 

আহতেরা হলেন, হানিফ, মা পারুল বেগম, মেয়ে তানহা আক্তার।

 স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিস চারটা ত্রিশ মিনিটে ঘটনা স্থলে এসে পৌঁছায়। তারা প্রায় ৩ ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণ আনে।

 

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউন থাকা নিয়ে  মালিক কে বারবার বলা হয়েছে কেমিক্যেল গোডউন অন্যত্রে সরিয়ে নেওয়ার কোথায় কিন্তু মালিক নেয় নি। এলাকায় আর যেন কোন কেমিক্যাল গোডাউন না থাকে তারা জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছে। 

ঢাকা হেডকোয়ার্টার ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক এজিএম শামসুজ্জামান বলেন, প্রথমে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস সদরঘাট এবং হেডকোয়ার্টার ফায়ার সার্ভিস মোট ৬ টি ইউনিট কাজ করে।

 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসার ফয়সাল বিন করিম ও জেলা প্রশাসক মোঃ আনিসুর রহমান। পরিদর্শন শেষে আনিসুর রহমান ৫ সদস্যের  অত্যন্ত কমিটি গঠন করেন।

 

কেরানীগঞ্জ মডেল থানা অচিন চার্জ মামুনুর রশিদ বলেন, এই ঘটনায় শিশুসহ পাঁচজন মারা গেছে কয়েকজন হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে কি কারণে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতি পরিমান এখনো জানা যায়নি।