ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫,
সময়: ১০:০১:৫৭ AM

কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
29-04-2025 10:01:57 AM
কেরানীগঞ্জে জাতীয় শোক দিবস পালন

রাজধানী  ঢাকার কেরানীগঞ্জে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত। সারা দেশের ন্যায় কেরানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন ও দিবসটি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে জিনজিরাস্থ পার্টি অফিসে দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দোয়া মাহফিলের পরে গরিব দুঃখীদের মাঝে গণভোজের আয়োজন করা। দক্ষিণ কেরানীগঞ্জ থানা  আওয়ামী লীগের সভাপতি  শাহীন আহমেদ,  সম্পাদক ম.ই মামুনসহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দিনভর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।‌ এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে কেরানীগঞ্জের জিনজিরা ইসলামাবাদ, কদমতলী, আগানগর, শুভাঢ্যাসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক স্পটে জাতীয় শোক দিবস উপলক্ষে গরিব-দুঃখিদের মাঝে তৈরি খাবার বিতরণ করা হয়।