ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫,
সময়: ১০:২২:২৫ AM

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা

মোঃ শাকুর খান শুভ, কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ
29-04-2025 10:22:25 AM
 কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে আফজাল (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তার পেশা   অটোরিকশা চালক।  ৯ আগস্ট সকাল সাতটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিক গুরুতর আহত অবস্থায় আফজালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় জড়িত একজনকে আটক করেছে পুলিশ। তার নাম আল আমিন (৩২)।ইকুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই জাকির হোসেন জানান, নিহত আফজাল ও আল আমিন আগে একই জায়গায় ভাড়া ছিল। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মাসুদুর রহমান জানান, ঘটনাটি আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছি। মামলা প্রক্রিয়াধীন।