ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫,
সময়: ০৯:৩৯:৩২ AM

কারাবন্দী ফজর আলী র মৃত্যু

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
29-04-2025 09:39:32 AM
কারাবন্দী ফজর আলী র মৃত্যু

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি ফজর আলী (৬৩ ) নামে এক হাজতি মৃত্যু হয়েছে।  ০৯ আগস্ট বুধবার কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ফজর আলী  সাতক্ষীরার শ্যামনগর থানার মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত জহুর আলীর ছেলে।তিনি মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি ছিলেন। তার হাজতি নং-৪০৯১২/২২। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।