ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫,
সময়: ০৯:৩২:৪৮ AM

২৫ লক্ষ টাকার মাদকসহ গ্রেফতার ৪

মোঃ শাকুর খান শুভ, কেরানীগঞ্জ প্রতিনিধি
29-04-2025 09:32:48 AM
২৫ লক্ষ টাকার  মাদকসহ গ্রেফতার ৪

রাজধানীর যাত্রাবাড়ী ও ফরিদপুর এর কোতোয়ালি এলাকা হতে ২০ কেজি গাঁজা, ৬৩৯০ পিস ইয়াবা সহ ০৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যান ও  ইজি-বাইক জব্দ করেছে। ৮ আগস্ট মঙ্গলবার  র‍্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ঢাকা যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ছয় লক্ষ টাকার মূল্যের ২০ কেজি কাঁচা সহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে  র‍্যাব-১০। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম সুপন বড়ুয়া(২৯), প্রান্ত বড়ুয়া (২০), এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার ভ্যান জব্দ এবং তিনটি মোবাইল ফোন ও নগদ ১৩৫০ টাকা উদ্ধার করা হয়। 

এছাড়াও গতকাল ০৭ আগস্ট সোমবার র‍্যাব-১০ এর অপর একটি অভিযানের দল ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন রাজবাড়ী এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৯ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের ৩৯০ পিস ইয়াবার ট্যাবলেট সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো মোঃ হাবিবুর বাশার সুমন শেখ (৩৮), মোঃ তুহিন শেখ (৩০)।এ সময় তাদের নিকট হতে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজি-বাইক  এবং ০২ টি মোবাইল ফোন ও মাদক বিক্রয় নগদ ৮ হাজার ১৯০ টাকা উদ্ধার করা হয়।