ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০২:০০:০৫ AM

মেহেরপুরে ২ জনের যাবজ্জীবন

মেহেরপুর জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
25-11-2024 02:00:05 AM
মেহেরপুরে ২ জনের যাবজ্জীবন

মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি নামের ২ জনের যাবজজীবন সশ্রম কারাদন্ড ২০ হাজার টাকা করে জরিমানা দিয়েছে আদালত। অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড।মঙ্গলবার (৮,আগষ্ট) দুপুরের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ্ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলি একই গ্রামের শুকুর আলীর ছেলে।মামলার বিবরণ জানা গেছে, ২০২০ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের ছহির উদ্দিন স্থানীয় মাদ্রাসার হেফজখানা কমিটির সঙ্গে যুক্ত থাকায় হেফজখানায় দান করা ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। ঐদিন সকাল সাড়ে ১০ টার দিকে ছহির উদ্দিন, মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার উপর হামলা চালান। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছহির উদ্দিন নিহত হন। এ ঘটনায় নিহত ছহির উদ্দিনের পুত্র আখের আলী বাদী হয়ে গাংনী থানায় ৩০২/৩৪ ধারায় একটি মামলা দায়ের করেন। 

মামলাটি গাংনী থানার এসআই সাজিদুর রহমান এবং পি বি আই’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামী ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ রায় ঘোষনা করেন।