ঢাকা, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫,
সময়: ০২:৫১:৫৯ PM

উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে মারধর

জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
11-09-2025 02:51:59 PM
উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে মারধর

বরিশাল নগরীর রুপাতলীতে ফেইসবুক মেসেঞ্জারে স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার দুপুর একটার দিকে নগরীর রুপাতলীর গ্যাস্টারবাইন এলাকার খান সড়কে এ ঘটনা ঘটে। এসময় আহত আবির খানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেললেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবির ওই এলাকার জাফর খানের ছেলে।হাসপাতালে আহত অবস্থায় আবির খান বলেন, ফেইসবুক মেসেঞ্জারে দীর্ঘদিন আমার স্ত্রী সাথী আক্তারকে বিরক্ত করতো একই এলাকার আকিব সিকদার। আকিব ওই এলাকার হালিম শিকদারের ছেলে। শুক্রবার দুপুর একটার দিকে ফেইসবুক মেসেঞ্জারে স্ত্রীকে বিরক্ত করার প্রতিবাদ করলে আকিব আমাকে মারধর করে। এমনকি আমাকে ও আমার পরিবারকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।আবীরের মা শিমু বেগম বলেন, হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।