ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫,
সময়: ০৭:০৯:০০ AM

কার-অটোর সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
22-07-2025 07:09:00 AM
কার-অটোর সংঘর্ষে নিহত ৫

সিলেট-কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজনবৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রাগাঁও এলাকার পিয়াইনগুল কলিম উল্লাহ উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অটোরিকশায় পাঁচজন যাত্রী ছিলেন। তবে মাইক্রোবাসে কয়জন ছিলেন জানা যায়নি। সালুটিকর সুন্দ্রাগাঁও নামক স্থানে মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুটি রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। তবে তাৎক্ষণিক কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।