ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫,
সময়: ০৫:১২:০৮ AM

এক দফা দাবীতে মেহেরপুরে পদযাত্রা

মেহেরপুর প্রতিনিধি
11-05-2025 05:12:08 AM
এক দফা দাবীতে মেহেরপুরে পদযাত্রা

শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের  দাবীতে ১৯জুলাই মঙ্গলবার মেহেরপুর জেলা বিএনপির বিশাল পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে পদযাত্রায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারন সম্পাদক ও  সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সহ-সভাপতি আলমগীর খান সাতু, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মারুফ আহমেদ বিজন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ। দযাত্রাটি বিটিসি প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে মেহেরপুর পৌর ছহিউদ্দিন ডিগ্রি কলেজে গিয়ে শেষ হয়। পদযাত্রা পুর্বক সংক্ষিপ্ত বক্তব্যে মাসুদ অরুন বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের মধ্য দিয়ে বাংলার নির্যাতিত মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা হবে। পদযাত্রায় মেহেরপুর বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমুল পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।