ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০৯:৩৫:৪৭ AM

খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

এ‌কে আজাদ,খাগড়াছ‌ড়ি জেলা সংবাদদাতাঃ দৈনিক সমবাংলা
25-11-2024 09:35:47 AM
খাগড়াছড়িতে আ.লীগ-বিএনপি সংঘর্ষ

খাগড়াছড়িতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ছে। সংঘর্ষে উভয়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। শহরের শাপলা চত্বর পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা দখল করে রেখেছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, পদযাত্রা কর্মসূচির প্রস্তুতির সময় সকাল সোয়া ১০টার দিকে খাগড়াছড়ি জেলা বিএনপির অফিসে আওয়ামী লীগের নেতকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির নেতা হোসেন মো. বাবুসহ বেশ কয়েকজন বিএনপির নেতাকর্মী আহত হয়।

 

পরে বিএনপির নেতাকর্মী সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের অফিসে হামলা চালালে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নরুল আজমসহ বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়। এরপর পুরো শহরে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় উভয়পক্ষ বাঁশ-লাঠি ও লোহার রড ব্যবহার করে।

এ সংবাদ লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়া শুরু করে। এ পর্যন্ত উভয়ের অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উপজেলা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে যানবাহন চলাচল ও ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।