ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০৫:২৩:৪১ AM

কেরানীগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা ২৯ লাখ

মোঃ শাকুর খান শুভ, কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
25-11-2024 05:23:41 AM
 কেরানীগঞ্জে সাত প্রতিষ্ঠানকে জরিমানা ২৯ লাখ

ঢাকার কেরাণীগঞ্জে  অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন মজুদ ও বিক্রি করায় দায়ে সাত প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) এম ফখরুল হাসান। তিনি জানান, আজ সকালে  র‌্যাবের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে  একটি আভিযানিক দল ঢাকার  দক্ষিণ কেরাণীগঞ্জ  ও মডেল কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালনা করে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে  কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে  ৮ লক্ষ  টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে ২ লক্ষ  টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে ৫ লক্ষ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকপ ১০ লক্ষ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে ১লক্ষ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে ২ লক্ষ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১লক্ষ টাকা করে জরিমানা প্রদান করেন।