ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০৭:৫৬:৫৫ AM

কেরানীগঞ্জে মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

মোঃ শাকুর খান শুভ, কেরানীগঞ্জ প্রতিনিধি:
25-11-2024 07:56:55 AM
কেরানীগঞ্জে মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন

দেশে নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধি ও জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে আজ ৩০ জুলাই থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৩। চলবে ৩০ জুলাই ২০২৩ পর্যন্ত। এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ’। আজ ২৫ জুলাই (মঙ্গলবার) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কেরানীগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সাল বিন করিমের সভাপতিত্বে  উপজেলা মিলনায়তনে মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়েছে। মৎস্য সেক্টরে ২ ক্যাটাগরিতে চারজনকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও উপজেলা প্রাঙ্গণে বর্ণাঢ্য সড়ক রেলি করা হয়। শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয় পুকুরে পোনা অবমুক্ত করন। উপস্থিত ছিল কেরানীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য অফিসার সেলিম রেজা ও মৎস্য কর্মকর্তা ও মৎস্য চাষীগন।