ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪,
সময়: ০৭:৩৩:৩২ AM

মেহেরপুরে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ

জেলা প্রতিনিধি।। দৈনিক সমবাংলা
25-11-2024 07:33:32 AM
মেহেরপুরে শুরু জাতীয় মৎস্য সপ্তাহ

‘নিরাপদ মাছে ভরব দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে মেহেরপুরে শুরু হলো জাতীয় মৎস্য সপ্তাহ। আজ মঙ্গলবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা শিল্পকলা একাডেমী মোড় হতে শুরু হয়ে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিটির নেতৃত্ব দেন নবাগত জেলা প্রশাসক শামীম হাসান। জেলা প্রশাসন এবং জেলা মৎস অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। তিনি বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য সম্পদের গুরুত্ব, মৎস্য সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ও উৎপাদন বৃদ্ধি এবং যথাযথ ব্যবস্থাপনায় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা এবং মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম,জেলা মৎস কর্মকর্তা রোকুনুজ্জামান সহ বিভিন্ন দপ্তরের কমকর্তা ও মৎসচাষী এবং সংশ্লিষ্ঠ পেশাজীবিগণ।