ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫,
সময়: ১২:৩৮:৩১ AM

শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির দিনা মন্ডলকে স্মারক প্রদান

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
09-05-2025 04:56:12 PM
শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির  দিনা মন্ডলকে স্মারক প্রদান

গত ৩০শে এপ্রিল ২০২৫ বুধবার বরগুনা শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রমে শ্রীমৎ কেশব পাগল রচিল পাগল সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান শিল্পী ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনা মন্ডল  বাউল মন , অনুষ্ঠান শেষে জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনা মন্ডলকে, বরগুনা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রম এর পক্ষ থেকে দিনা মন্ডলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেন, সারা বিশ্বে ৬১টি দেশে চলমান ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সিনেট সদস্য, দক্ষিণ বাংলার বর্তমান সময়ের আলোচিত মতুয়া ধর্মগুরু মন্দিরের গদিসমাসীন গুরুদেব ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল। এসময় আরো উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সিনেট সদস্য, বরগুনা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রম এর নির্বাহী সভাপতি ও বরিশাল বিএম কলেজের প্রফেসর ড. সঞ্জয় কুমার দাস। ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সিনেট সদস্য, বরগুনা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির ও সেবাশ্রম এর সাধারণ সম্পাদক শ্রী সমির তালুকদার। ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সিনেট সদস্য, ড. ঝুমুর রানী হাওলাদার। ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর সিনেট সদস্য, ইঞ্জিনিয়ার হীরেন সুজন সহ ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনা মন্ডলের গানে ভক্তগন খুবই সন্তষ্ট হয়েছে। তাই শ্রীমৎ রবি পাগল ও ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন তাকে নিয়ে আগামীতে সমুদ্র সৈকত কুয়াকাটা সহ বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় বড় বড় প্রোগ্রাম করা করা হবে।