ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪,
সময়: ০৫:৪৯:৩৭ AM

দক্ষিণখানে জামায়াতের নায্যমূল্যের বাজার উদ্বোধন

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
11-12-2024 01:43:59 PM
দক্ষিণখানে জামায়াতের নায্যমূল্যের বাজার উদ্বোধন

এদেশে তথাকথিত রাজনীতি আর চলতে পারেনা; তাই ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের চেতনায় উদ্বূদ্ধ হয়ে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন, অপশাসন- দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা  মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি আজ সকাল ৭টায় রাজধানীর দক্ষিণখান পশ্চিম থানার ৫০ নং ওয়ার্ডের আজমপুর এলাকায় নায্যমূলের বাজার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর আবু সাঈদ শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। উপস্থিত ছিলেন থানা নায়েবে আমির মোঃ মামুন, সেক্রেটারী আলী হোসাইন মুরাদ, থানা কর্মপরিষদ সদস্য মোঃ আইয়ুব আলী, আশরাফুল আলম, মুস্তাফিজুর রহমান, মাওলানা জিয়াউর রহমান, সিরাজুল ইসলাম মামুন ও নজরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, ‘রাজনীতি শুধু মানুষের জন্য’ কথাটা বেশ সুন্দর হলেও আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে তার কোন প্রতিফলন নেই। কারণ, একশ্রেণির রাজনীতিকের আত্মকেন্দ্রীকতা ও স্বার্থান্ধতার কারণেই আমাদের দেশের রাজনীতির লক্ষচ্যুতি ঘটেছে। বিগত ৫ বছরের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে সে নেতিবাচক চিত্রই আমাদের সামনে ভেসে ওঠে। এর ঠিক বিপরীত মেরুতে রয়েছে জামায়াতে ইসলামী। আমরা নিজেদের অর্থেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করি; সর্বোপরি আমাদের অর্জিত অর্থের সিংহভাগ জনগণের কল্যাণে ব্যয় করি। মূলত, জামায়াত একটি কল্যাণকামী ও গণমুখী রাজনৈতিক দল। আমরা ন্যায়- ইনসাফের ভিত্তিতে দেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত  করতে বদ্ধপরিকর। তিনি সেই কাক্সিক্ষত সমাজ বিনির্মাণে যেকোন ত্যাগ স্বীকারে সকলকে প্রস্তুত থাকার আহবান জানান।
তিনি বলেন, পতিত আওয়ামী জনপ্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারবিভাগ সহ রাষ্ট্রের সকল সেক্টরকে পরিকল্পিতভাবে দলীয়করণ করে দেশকে এক মাফিয়াতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করেছিল। সবকিছু তুলে দেওয়া হয়েছিল খারাপ লোকদের হাতে। তাই সময় এসেছে এসব খারাপ ও অর্বাচীনদেরর কবর দেওয়ার। এদেশে আর কখনো জুলুম-নির্যাতন, হত্যা-সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজী কোনভাবেই বরদাস্ত করা হবে না। এদেশে রাজনীতি করতে হলেও জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে। সকল কিছুর জন্য জনগণের কাছেই সকলকে জবাবদিহী করতে হবে। তিনি সেই জবাবদিহীমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় আগামী দিনের সকল নির্বাচনে সৎ, যোগ্য ও আল্লাহভিরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানান।