ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
সময়: ০১:২৫:১৪ PM

আবার গোপনে বিয়ে করলো হিরো আলম

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
05-04-2025 01:25:14 PM
আবার গোপনে বিয়ে করলো হিরো আলম

বর্তমান সময়ে হিরো আলমকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আর তিনি খুব ভাইরাল একজন ব্যক্তি তাকে নিয়ে কিছুদিন পরপর কিছু না কিছু নিয়ে আলোচনা এবং সমালোচনা হয়েই থাকে.কিছুদিন আগেও তার এমপি ইলেকশনে দাঁড়ানো নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছিল হিরো আলম জিতেও নাকি জিততে পারেননি কিছু অসাধু মানুষের জন্য হিরো আলমের খুব রয়েছে খারাপ মানুষের উপর এবং খারাপ মানুষের খারাপ মানসিকতা গুলো বের করাই হিরো আলমের কাজ.সম্প্রতি হিরো আলমকে নিয়ে একটি আলোচনা সোশ্যাল মিডিয়াতে উঠেছে হিরো আলম নাকি গোপনে বিয়ে করে ফেলেছে আমরাও শুনেছি হিরো আলম বিয়ে করেছে এটা নিয়ে মীমাংসা চলতেছে হয়তো বা হিরো আলমের বিয়ে করা বউকে ছেড়ে দিবেন.