ঢাকা, শনিবার, ৫ জুলাই ২০২৫,
সময়: ১২:৫২:০৩ AM

আগে সুষ্ঠু পরিবেশ,তারপর নির্বাচন:ডা.শফিকুর

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
04-07-2025 08:33:10 PM
আগে সুষ্ঠু পরিবেশ,তারপর নির্বাচন:ডা.শফিকুর

দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন প্রশ্ন রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ তৈরির জন্য সংস্কারের প্রশ্নগুলো উঠেছে। আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সংস্কার করা যায় তাহলে আলহামদুলিল্লাহ একটা ভালো নির্বাচন হবে। শুক্রবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শফিকুর বলেন, এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন? আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। পাটগ্রাম আমাদের চোখের সামনে, এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি।নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে এবং সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে, বলেন তিনি।জামায়াত আমির বলেন, জামায়াতে ইসলামী সবসময়ই সহিংসতার বিরুদ্ধে। আমরা সব সময় মব পলিটিক্সের ঘোরবিরোধী। এটা ১৯৭২ সাল থেকেই আমরা বলে আসছি।