ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫,
সময়: ১১:০০:৪৯ PM

ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
01-02-2025 05:50:49 PM
ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ

বিশ্ব ইজতেমায় গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের (গেইট-২) দিয়ে তারা প্রবেশ করেন।ময়দানে থেকে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শূরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান পরিদর্শন করেন।এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রোববার (০২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্ব।