ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫,
সময়: ০৮:০০:৫৪ AM

মোখা’ সুপার সাইক্লোন নয়,ঘূর্ণিঝড়

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
19-08-2025 08:00:54 AM
মোখা’ সুপার সাইক্লোন নয়,ঘূর্ণিঝড়

সুপার সাইক্লোন নয়, অতিপ্রবল ঘূর্ণিঝড় হিসেবে ‘মোখা’ আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তিনি জানান, বাতাসের গতিবেগ কমে যাওয়ায় ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোন হচ্ছে না। এটি অতিপ্রবল (ভেরি সিভিয়ার সাইক্লোন) ঘূর্ণিঝড়।শনিবার (১৩ মে) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত প্রস্তুতি কর্মসূচির বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।প্রতিমন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে আনার কাজে জেলা ও উপজেলা প্রশাসনকে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সিপিপিসহ সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহায়তা করছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বাংলাদেশ পুলিশ, কোস্ট গার্ড, আনসার-ভিডিপি, বিভিন্ন এনজিও/আইএনজিও, স্থানীয় সংস্থা, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন সহায়তা করছে।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রতিনিয়ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, পিআইও, সিপিপির কর্মকর্তা ও স্বেচ্ছোসেবকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। দুর্গম এলাকা, চরাঞ্চল থেকে মানুষকে উদ্ধারের জন্য আর্মড ফোর্সেস ডিভিশনের সহায়তা নেওয়া হচ্ছে, যোগ করেন ডা. মো. এনামুর রহমান।