ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫,
সময়: ০১:১৮:৫৯ PM

রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
04-07-2025 01:18:59 PM
রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৯ মে) সকালে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব।পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মন্ত্রিপরিষদ সচিব প্রশাসনিক সার্বিক কার্যক্রমের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন।সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিক-নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন। এসময় রাষ্ট্রপ্রধান মন্ত্রিপরিষদ সচিবের সাফল্য কামনা করেন।রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।