ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬,
সময়: ১১:০৩:৪৬ PM

পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
27-01-2026 11:03:46 PM
পদ্মা সেতুতে ছবি তুললেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গেলেন মোহাম্মদ সাহাবুদ্দিন। পদ্মা সেতু হয়ে সড়কপথে টুঙ্গিপাড়ায় যান তিনি। আজ বুধবার (২৬ এপ্রিল) এই সফরে যাওয়ার সময় পরিবারের সদস্যদের নিয়ে পদ্মা সেতুতে নামেন রাষ্ট্রপতি। এসময় পদ্মা সেতুর মাঝখানে কয়েক মিনিট যাত্রা বিরতি করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা ও ছেলে মোহাম্মদ আরশাদ আদনান রনিসহ পরিবারের সদস্য, নিকটাত্মীয়, রাষ্ট্রপতির সচিবরা এবং ঊর্ধ্বতন বেসামরিক ও  সামরিক কর্মকর্তারা। সূত্র: বাসস।