ঢাকা, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪,
সময়: ০৭:৪৮:০৮ AM

অগ্নিকান্ড, সম্পৃক্ততদের নাম বেরুবে

স্টাফ রিপোর্টার ।।ঢাকাপ্রেস২৪.কম
19-09-2024 07:48:08 AM
অগ্নিকান্ড, সম্পৃক্ততদের নাম বেরুবে

বঙ্গবাজার মার্কেটের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা নিরপেক্ষ তদন্ত হলে ক্ষমতাসীনদের প্রভাবশীল লোকেদের সম্পৃক্ততা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরশুক্রবার সকালে ১২ দলীয় লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।তিনি বলেন, ‘‘ প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে সম্ভাবনা আছে এটা বেরিয়ে আসার যে, এটা সম্পূর্ণণভাবে আওয়ামী লীগের দ্বারাই হয়েছে।বহু ধরে আওয়ামী লীগের কিছূ শাসকগোষ্ঠির অত্যন্ত প্রভাবশালী লোক তারা সেই বঙ্গবাজারকে দখল করার জন্য চেষ্টা করছিলেন, কাজ করছিলেন।

‘‘ আমরা যেটা চেয়েছি যে, একটা নিরপেক্ষ তদন্ত।”

অগ্নিকান্ডের ঘটনার একদিন পরে সেখানে বহুতল ভবনের আলোচনা শুরু হয়ে গেছে-এটাকে কিভাবে দেখছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘‘ ইয়েস- আমি সেই কথাটাই বললাম। আমি কথা তো সেখানে বলেছি যে, প্রকৃত নিরপেক্ষ তদন্ত যদি হয় তাহলে বেরিয়ে আসবে যারা আওয়ামী লীগের প্রভাবশালী তারাই এটার সঙ্গে জড়িত এবং আমরা ৃ. এই পর্যন্ত বলতে চাই।”

দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘‘ আরে ওবায়দুল কাদের সাহেবের বক্তব্য ধরে আপনি(সাংবাদিক) প্রশ্ন করার সময়ে অন্যরা (সাংবাদিকরা) যেভাবে হাসতেছিলো। আমার মনে হয় রোজার দিনে কষ্ট মানুষের এই হাসানোর জন্য উনি এই বক্তব্য দিয়েছেন। আর কিছু না।”

‘‘ রানা প্লাজা(সাভারে গার্মেন্টস কারখানার ভবন) ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলো বুঝেন নাই। সেই একই কথা এখানে ওরা বলছেৃ।”

গতকাল বৃহস্পতিবার আজিমপুরে মহানগর দক্ষিন আওয়ামী লীগের ইফতার সামগ্রি বিতরণের অনুষ্ঠানে দলটির সাধারণ সম্পাদক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বঙ্গবাজার ও আশ-পাশের বিপনিবিতানে অগ্নিকান্ডের ঘটনায় বিএনপির ‘হাত’ আছে কিনা তা তদন্তের প্রয়োজন অনুভব করছেন।

তিনি বলেন, ‘‘ দুর্ঘটনাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে, বিএনপি ও ফখরুল ইসলাম আলমগীর সরকারের উপর দোষ চাপাচ্ছে। বঙ্গবাজারসহ অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি না, আন্দোলনের ব্যর্থ হয়ে এই ঘটনা ঘটাচ্ছে কি না, তা আমরা খতিয়ে দেখছি এবং তা তদন্ত করা দরকার।”