ঢাকা, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫,
সময়: ০৯:১৭:২৩ AM

শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ,অমান্য করলে ব্যবস্থা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
03-12-2025 09:44:56 PM
শিক্ষকদের কাজে ফেরার  নির্দেশ,অমান্য করলে ব্যবস্থা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চলমান কর্মবিরতি ও পরীক্ষা বর্জন কর্মসূচি অবিলম্বে প্রত্যাহার করে কাজে যোগদান না করলে চাকরি আইন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা এবং ফৌজদারি আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন ১ ডিসেম্বর থেকে কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে—এ বিষয়ে মন্ত্রণালয় অবহিত। দাবিগুলোর মধ্যে রয়েছে ১১তম গ্রেডে বেতন প্রদান, ১০ ও ১৬ বছর চাকরির পর উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে শতভাগ বিভাগীয় পদোন্নতির ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ।

মন্ত্রণালয় জানায়, এসব দাবির বিষয়ে ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং জাতীয় বেতন কমিশনের সভাপতির সঙ্গে পৃথকভাবে আলোচনা হয়েছে। এর আগে গত ৭ আগস্ট সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীত করার বিষয়ে বেতন কমিশনকে চিঠিও দেওয়া হয়। পে-কমিশনের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ১০ নভেম্বর অর্থ বিভাগ মন্ত্রণালয়কে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব ইতিবাচক পদক্ষেপ গ্রহণের পরও সহকারী শিক্ষকদের কিছু সংগঠন বার্ষিক পরীক্ষা গ্রহণে বাধা সৃষ্টি করছেন এবং কোথাও কোথাও পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষকদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে ঝুঁকির মধ্যে ফেলা এবং পরীক্ষার স্বাভাবিক প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানো সরকারি চাকরি আইন ও আচরণ বিধিমালার পরিপন্থী এবং ফৌজদারি আইনের আওতাভুক্ত অপরাধ।

মন্ত্রণালয় দেশে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অবিলম্বে কাজে যোগ দিয়ে তৃতীয় প্রান্তিকের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। অন্যথায় শৃঙ্খলাভঙ্গকারী শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা পুনর্ব্যক্ত করা হয়েছে।