ঢাকা, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫,
সময়: ১২:০২:৪২ AM

সন্ধ্যার পর ঢাকায় ককটেল বিস্ফোরণ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
15-11-2025 09:10:26 PM
সন্ধ্যার পর ঢাকায় ককটেল বিস্ফোরণ
রাজধানীর দুই এলাকা মিরপুর ও হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৭টার মধ্যে এ দুটি ঘটনা ঘটানো হয়। এর মধ্যে হাতিরঝিলে এলাকায় ককটেল বিস্ফোরণে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মিরপুরে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
 
হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন, ‘আমরা ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
 
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী বর্তমানে ভারতে পলাতক আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ছিল ১৩ নভেম্বর। দিনটিকে ঘিরে ফেসবুক, টিকটকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টদের নানা উসকানিমূলক প্রচারণা দেখা যাচ্ছে। এরই মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১৩ নভেম্বর ‘লকডাউন’ ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
 
এই ঘটনার পর থেকে গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোসহ আইনশৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে।