ঢাকা, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:৫৫:৪১ PM

বিচারকের বাসায় ঢুকে ছেলে হত্যা,স্ত্রী আহত

স্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
13-11-2025 06:48:01 PM
বিচারকের বাসায় ঢুকে ছেলে হত্যা,স্ত্রী আহত

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলেন- তাওসিফ রহমান সুমন (২০)। তিনি রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তাওসিফের মা তাসমিন নাহার আহত হয়েছে। এ ঘটনায় ঘাতককে আটক করেছে পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস বলেন, একজন নিহত হয়েছেন।নিহত যুবকের মা হাসপাতালে চিকিৎসাধীন আছেন । রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘাতক আটক আছে। তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।