ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫,
সময়: ০১:৪৪:১২ AM

বিশেষ সহকারী থেকে পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
10-03-2025 03:05:15 PM
বিশেষ সহকারী থেকে পদত্যাগ করেছেন আমিনুল ইসলাম

পদত্যাগ করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম। আজ সোমবার পদত্যাগের খবর নিজেই নিশ্চিত করেন তিনি।আমিনুল ইসলাম বলেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর পদ থেকে পদত্যাগ করেছি। তবে কী কারণে পদত্যাগ করেছি তা নিয়ে কিছু জানাতে চাচ্ছি না।এর আগে কেবিনেট সেক্রেটারির কাছে নিজের পদত্যাগপত্র পাঠান আমিনুল ইসলাম। তার পিএসের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান কেবিনেটে। গত নভেম্বরে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনজনকে বিশেষ সহকারী নিয়োগ দেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদের মধ্যে শিক্ষার দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম।