ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫,
সময়: ১০:৪৩:৫৩ AM

বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
05-08-2024 03:37:30 PM
বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার দুপুরে সেনা সদর দপ্তরে এই বৈঠক চলছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে ডাক পেয়েছেন জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আরও ডাক পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল।সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বেলা তিনটার দিকে জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আইএসপিআর থেকে বলা হয়েছে, জনসাধারণকে সহিংসতা পরিহার করে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হলো।