মহান শাহাদাতে কারবালা দিবসের শিক্ষা নিয়ে মানবতার বিশ্ব গড়ে তোলার আহবান জানিয়েছে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন।বুধবার কারবালা দিবস উপলক্ষে র্যালী ও সমাবেশ থেকে সংগঠনের নেতারা এ আহবান জানান। নানান রংয়ের ব্যানার ফেস্টুন নিয়ে র্যালীতে শত শত নারী পুরুষ অংশ নেন। রাজধানীর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পল্টন,জাতীয় প্রেসক্লাব প্রদক্ষিণ করে হাইকোর্টের মাজার গেটে র্যালীটি শেষ হয়। র্যালী শেষে মাজার গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও ইনসানিয়াত বিপবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত। বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার, কেন্দ্রীয় নেতা আবু আবরার চিস্তি, আহমদ শাহ মোর্শেদ, আওয়াল কাদেরী, শেখ হানিফ, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, জয়নাল আবেদীন হামীম, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট মাঈনউদ্দীন টিটু। বক্তারা বলেন, মিথ্যা-অবিচার-স্বৈরতার কবল থেকে সত্য ও মানবতার মুক্তির শিক্ষা দেয় কারবালা দিবস।দশ-ই মহররম শাহাদাতে কারবালা দিবসকে ঈমানী অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান জাতীয় ঈমানী শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ তারা বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইনের শাহাদাতের মধ্যেই নিহিত সত্য ও জীবনের মর্মধারা।
নেতৃবৃন্দ বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালায় ইমাম হুসাইন রাদিআল্লাহু আনহু ও পবিত্র আহলে রাসুলের এ শাহাদাত-ঈমান ও জীবনের বিপরীত বস্তুবাদি গোত্রবাদি কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কলেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ঈমানী সত্তা-চেতনা-জাতীয়তা ও বস্তুবাদের ঊর্ধ্বে মানবসত্তা ও মানবাধিকার রক্ষার এ শাহাদাত দিবস। সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রাজ্য জবরদখলকারী মোয়াবিয়া এজিদ মোনাফেকি চক্রের বিণাশী গ্রাস থেকে ইসলামের মূল ধারা রক্ষায় এই শাহাদাত দিবস প্রেরণা হিসেবে কাজ করে। মানবতার বিশ্ব গড়ে তোলার শিক্ষা দেয়।সমাবেশে নেতারা কারবালার শিক্ষা নিয়ে শিয়াবাদের বিকৃতি,ধোকা এবং মোয়াবিয়া এজিদপন্থীদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহবান জানান।