রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ড হয়েছে। প্রতি মাসে হত্যাকাণ্ড ঘটেছে গড়ে ২০টি। তবে এ পরিসংখ্যানের মধ্যে এক নবজাতকের লাশ উদ্ধারের ঘটনাও রয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।তিনি বলেন, রাজধানীতে মাসে গড়ে ১৯-২০টি খুন সংক্রান্ত অপরাধ ঘটে। পারিবারিক কলহ, পূর্ব শত্রুতার জের, আধিপত্য বিস্তার এমনকি নবজাতকের লাশ উদ্ধার হলেও সেগুলো খুনের মামলা হিসেবে রুজু করা হয়। তবে হত্যাকাণ্ডের এই পরিসংখ্যানকে সহনীয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকা মহানগরীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় ঘটনার সংখ্যা সহনীয় পর্যায়ে আছে। সাম্প্রতিক সময়ে সংগঠিত বেশিরভাগ ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে।