দিনাজপুরের বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের পাকুড়া কবরস্থান থেকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত মোঃ আসাদুল হক বাবু (২৪) এর লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। পিতা- মোঃ জয়নাল আবেদীন, সাং- রামচন্দ্র, থানা-বিরল,জেলা- দিনাজপুর এর লাশ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি,বিরল) ইশতিয়াক আহমেদের নেতৃত্বে উত্তোলন ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।নিহতের পরিবারের দায়েরকৃত যাত্রাবাড়ী (ডিএমপি) থানার মামলা নং-৩৯, তারিখ ৩০-০৮-২০২৪।উল্লেখ্য, গত ০৫-০৮-২০২৪ তারিখ ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বর্ণিত ব্যক্তি গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মর্মে জানা যায়।