বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসকন যতই উস্কানিমূলক কর্মকা- করুক না কেন আমাদেরকে উত্তম সবরের মাধ্যমে তার জবাব দিতে হবে। দেশি-বিদেশি ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার জন্য ফাঁদ পেতেছে। আমরা সেই ফাঁদে পা দিবনা। ফ্যাসিবাদের দোসরদের মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা দোয়া করি বাংলাদেশের লোহাগাড়া, সাতকানিয়া তথা দক্ষিণ অঞ্চল হবে ইসলামের ঘাঁটি। উগ্র জঙ্গীবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী ইসকন দেশে সন্ত্রাসের আগুন জ্বালানোর চেষ্টা করছে। এদের ব্যাপারে আমীরে জামায়াতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করবো, আমরা সংযত থাকবো। কেন্দ্রীয় এ নেতা বলেন, ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে ফ্যাসিবাদী গোষ্ঠীর দোসররা আমাদের ফাঁদ পেতে আটকাতে চায়। আমরা কখনো এ পাতানো ফাঁদে পা দিব না। ধৈর্যের সঙ্গে আমরা সবকিছু মোকাবেলা করব। আল্লাহর সৌন্দর্য রক্ষা করব। আমাদের রক্ত যাবে। জেল-জুলুম, রিমান্ড, শাহাদাত সবকিছুর বিনিময়ে দ্বীনের সৌন্দর্য দুনিয়ার সামনে প্রকাশিত করব, ইনশাআল্লাহ। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। আমরা তাকদিরের ওপর বিশ্বাস করি। কিন্তু ফিতনা-ফাসাদ, বিশৃঙ্খলা সৃষ্টিকারী উগ্রবাদীদের পাতানো ফাঁদে যেন পা না দেই। কষ্ট যত বড়ই হোক, আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাব। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশানুযায়ী আমরা কাজ করবো।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর জনাব শাহজাহান চৌধুরী, নায়েবে আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, সহকারী সেক্রেটারি জনাব মো: জাকারিয়া ও ড. হেলাল উদ্দিন মুহাম্মাদ নোমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালামসহ স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।