দেশের জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা উপজেলা ডামি নির্বাচনকেও বয়কট করবে বলে আশা করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।সোমবার (৬ মে) রাজধানীর বাংলামটর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণের সময় তিনি এ আশা প্রকাশ করেন।রিজভী বলেন, জনগণ এখন ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না। আওয়ামী লীগ সরকার মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। বিনা ভোটে ১৭ থেকে ১৮ বছর ক্ষমতায় থেকে এ দেশ থেকে অর্থ সম্পদ বিদেশে পাচার করছে। ব্যাংক ফাঁকা করে দিয়েছে, প্রতিটি দ্রব্যের মূল্য আকাশ সমান। মানুষ প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। একটা ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশে। তিনি বলেন, এই সরকার জোর করে ক্ষমতায় বসে আছে। জনগণকে বন্দী করে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তাই দেশের জনগণ ৭ জানুয়ারির ডামি নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশের ৯৫ ভাগ মানুষ ওই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আবার এই সরকার আরেকটি ডামি নির্বাচন করতে চাচ্ছে, উপজেলা নির্বাচন। নিজেকে বৈধতা দেওয়ার জন্য নানা কৌশল করছে। কিন্তু যারা গণতন্ত্রকে বিশ্বাস করে তারা এই উপজেলা নির্বাচনকেও বয়কট করবে।এ সময় তিনি দেশের জনগণকে উপজেলা নির্বাচন বয়কটের আহ্বান আহ্বান জানান।
লিফলেট বিতরণের সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি জাকির হোসেন সিদ্দিকী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি ডা. জাহিদুল কবির, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামীম মোল্যা, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়ালসহ অনেকেই।