ঢাকা, সোমবার, ১০ নভেম্বর ২০২৫,
সময়: ১১:১৭:০২ AM

ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
10-11-2025 11:17:02 AM
ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। রোববার (২৯ অক্টোবর)  সকাল ৯ টা ৫০ মিনিটের দিকে তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আনা হয়। ডিবির এক কর্মকর্তা বলেন, ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি-না এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টার দিকে তাকে ডিবি পুলিশ তার গুলশানের বাসা থেকে নিয়ে যায়। এর আগে ৯টার দিকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।