ঢাকা, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫,
সময়: ১০:১৩:১৫ PM

এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু,মূল্য ১০ হাজার

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-11-2025 08:06:59 PM
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু,মূল্য ১০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। তবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নিম্নআয়ের ব্যক্তিরা মাত্র ২ হাজার টাকায় এ ফরম সংগ্রহ করতে পারবেন।বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ তথ্য জানান।তিনি বলেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মনোনয়ন আবেদন ফরম বিক্রি চলবে। পরে ১৫ নভেম্বর প্রার্থীদের প্রাথমিক বাছাই তালিকা প্রকাশ করা হবে।এ সময় দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা জানান, “আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছি। আগ্রহী প্রার্থীরা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়, অনলাইন প্ল্যাটফর্ম এবং দলের দুই মুখ্য সংগঠক ও সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।”