ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
সময়: ১০:৫৩:৫৭ PM

তরুণদের রক্তের ওপর দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে:সামান্তা

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-11-2025 09:18:14 PM
তরুণদের রক্তের ওপর দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে:সামান্তা

জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, “বাংলাদেশকে অন্ধকূপ থেকে বের করে আনার জন্য ৫৩ বছরের সংগ্রাম রয়েছে। তরুণদের রক্তের ওপর দিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অথচ এখন সেই তরুণদেরই দূরে ঠেলে দেওয়া হচ্ছে।”শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত “নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।সামান্তা শারমিন বলেন, “বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনো স্বাধীন ছিল না। নির্বাচন কমিশন পরাধীন, দুর্নীতি দমন কমিশনও (দুদক) পরাধীন। আমাদের শৈশব ও কৈশোর কেটেছে ফ্যাসিস্ট শাসনের আমলে। তখন থেকেই আমরা স্বপ্ন দেখেছি কীভাবে এই ফ্যাসিস্টদের উৎখাত করা যায়।”

তিনি আরও বলেন, “একটা ক্ষমতাসীন গোষ্ঠী থেকে আরেক গোষ্ঠীর হাতে দেশকে তুলে দেওয়া কোনো গণঅভ্যুত্থানের উদ্দেশ্য হতে পারে না। জনগণের প্রকৃত মুক্তির জন্যই আন্দোলন হয়েছিল।”

পুরনো রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে সামান্তা শারমিন বলেন, “দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপিদের দিয়ে আজও পুরনো রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে। ঐকমত্য কমিশনে যেভাবে তারা গুণ্ডামি ও মাস্তানি করেছে, ঠিক একই আচরণ তারা নিজ নিজ এলাকাতেও করছে।”

তিনি বলেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে, যেখানে ন্যায়, জবাবদিহিতা ও গণতন্ত্রের চর্চা নিশ্চিত হবে।”