ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫,
সময়: ১১:০৭:৫৮ PM

‘গুপ্ত রাজনীতির ’বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে”

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
08-11-2025 09:34:42 PM
‘গুপ্ত রাজনীতির ’বিষয়ে  সরকারকে সজাগ থাকতে হবে”

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সতর্ক করেছেন, দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধির ফলে পলাতক ফ্যাসিবাদী অপশক্তি পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, ‘গুপ্ত রাজনীতি’ সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে।শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত ‘হিন্দু প্রতিনিধি সম্মেলন-২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। সম্মেলনটি মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত হয়।তারেক রহমান বলেন, “জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়।”

তিনি আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনামলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদবিরোধীরা অনেকেই গুপ্ত কৌশল অবলম্বন করেছিল। বর্তমানে পতিত ও পরাজিত ফ্যাসিবাদী অপশক্তি কি-না গুপ্ত কৌশল অবলম্বন করে দেশের গণতন্ত্রে বাধা সৃষ্টি করছে, সে বিষয়ে সরকারের সতর্ক দৃষ্টি প্রয়োজন।

তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথের আন্দোলনের সঙ্গী কারও কারও ভূমিকা দেশে ‘আপনার, আমার, আমাদের’ বহু মানুষের অধিকার ও সুযোগকে ক্ষতিগ্রস্ত করার পরিস্থিতি তৈরি করতে পারে। তাই পতিত ও পলাতক অপশক্তিকে কোনো সুযোগ না দেওয়ার বিষয়ে সজাগ থাকতে হবে।”

তিনি আরও বলেন, “গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান কৌশল হচ্ছে একটি ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা এবং তা বহাল রাখা।”

তারেক রহমান বলেন, “বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই শান্তিকামী, সহনশীল ও গণমুখী। ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

সম্মেলনে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, মঠ-মন্দির পরিচালনা কমিটির নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি হিন্দু সম্প্রদায়ের ধর্মগ্রন্থ বেদ ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় এবং অতিথিরা প্রদীপ প্রজ্বলন করেন।