আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ এলাকায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। সোমবার (৩ নভেম্বর) ভোরে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় এই ভূমিকম্পটি আঘাত হানে।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে এর গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরে তা সংশোধন করে ২৮ কিলোমিটার (১৭ মাইল) নির্ধারণ করা হয়। প্রায় পাঁচ লাখ ২৩ হাজার জনসংখ্যার মাজার-ই-শরিফ শহরের কাছেই ছিল ভূমিকম্পটির উপকেন্দ্র। রাজধানী কাবুলসহ আশপাশের এলাকাতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে।
আফগানিস্তানের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা বলেন, “এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। সবাইকে চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে।”
বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে মাজার-ই-শরিফের ঐতিহাসিক নীল মসজিদের (ব্লু মসজিদ) একটি অংশ ধসে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (টুইটার) ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে স্থানীয়রা কাজ করছেন।
মাত্র দুই মাস আগেই আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল।
সূত্র: এএফপি