ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
সময়: ০৯:১৯:২৭ PM

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ঐক্যের আহ্বান

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
07-11-2025 07:10:15 PM
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ঐক্যের আহ্বান

চট্টগ্রাম: ফটিকছড়ির ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার ১০৩তম বার্ষিক মাহফিলের প্রথম দিনে বক্তারা বলেছেন, কওমি মাদরাসা ইসলামি শিক্ষা, আকিদা ও ঐতিহ্য রক্ষায় যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তারা মুসলিম উম্মাহর ইমানি চেতনা জাগ্রত করতে এবং ইসলামবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে সবসময় সম্মুখভাগে থেকেছে। আজকের পৃথিবীতে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে। ইসলামের মৌলিক শিক্ষা ও আকিদা নষ্ট করতে বিভিন্ন মতবাদ ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় উলামায়ে কেরাম ও সাধারণ মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি। ইসলামি সমাজব্যবস্থা ও দ্বীনি চেতনা সংরক্ষণের মাধ্যমে দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। তারা হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া বাবুনগরের প্রধান পরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে ইসলাম, কওমি শিক্ষা ও মুসলমানদের অস্তিত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার এবং তরুণ প্রজন্মকে কওমি শিক্ষার আদর্শে গড়ে তোলার আহ্বান জানান।

প্রথম দিন বয়ান করেন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মুফতি খলিল আহমদ কুরাইশী (হাটহাজারী), মাওলানা আবু তাহের নদবি (পটিয়া), মাওলানা মাহফুজুল হক (ঢাকা), মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি (ঢাকা), মাওলানা মুস্তাকুন্নবী কাসেমী (কুমিল্লা), মাওলানা আব্দুল বাসেত খান (সিরাজগঞ্জ), মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী (ঢাকা), মুফতি রেজাউল করিম আবরার (ঢাকা) এবং মাওলানা আব্দুল্লাহ আল মারুফ (চট্টগ্রাম)।

মাহফিলের দ্বিতীয় ও শেষ দিন শুক্রবার বয়ান করবেন আল্লামা সায়্যিদ মওদুদ মাদানী (দেওবন্দ, ভারত), আল্লামা আওরঙ্গজেব ফারুকী (করাচি, পাকিস্তান), মুফতি মাহমুদ হাসান (চট্টগ্রাম), মাওলানা মামুনুল হক (ঢাকা), শায়খ আহমদুল্লাহ (ঢাকা), মুফতি সাখাওয়াত হোসাইন রাজি (ঢাকা), মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী (ঢাকা) ও মাওলানা জুনাঈদ আল হাবিব (ঢাকা)। বিকেলে দোয়া ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিন ব্যাপী এই মাহফিল।