ঢাকা, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫,
সময়: ১২:১৯:৫৬ AM

৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

ষ্টাফ রিপোটার।। দৈনিক সমবাংলা
06-11-2025 08:51:29 PM
৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ

একই ক্যাডার এবং পছন্দক্রমের নিম্ন ক্যাডার পদের মনোনয়ন বাতিলপূর্বক ৪৪তম বিসিএসের সম্পূরক, সমন্বিত ও ফলাফল প্রকাশিত হয়েছে। এতে এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে এক হাজার ৬৮১ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদে মনোনয়ন না পাওয়া সাত হাজার ৫৪৯ উত্তীর্ণ প্রার্থীর তালিকাও প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এই ফলাফল প্রকাশ করেছে। একই ক্যাডারে আগেই নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের জন্য বিসিএস বিধিমালা সংশোধন করে গত ২৮ অক্টোবর গেজেট প্রকাশ করে সরকার। এই সংশোধনীর ফলে ৪৪তম বিসিএসের সংশোধিত ফল প্রকাশের বাধা কেটে যায়।

পিএসসি জানায়, মূলত একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বিধিমালা সংশোধন করা হয়।

২০২২ সালের ২৭ মে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়। 

কিন্তু এই বিসিএসে প্রায় চারশ’ রিপিট ক্যাডার (আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) হয়। এতে পদগুলো শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই বিবেচনায় পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশের উদ্যোগ নেয়।