ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪,
সময়: ১১:১৪:২৫ PM

কার্টুনিস্ট কুদ্দুস আর নেই

স্টাফ রিপোর্টার ।।দৈনিক সমবাংলা
03-12-2024 11:14:25 PM
কার্টুনিস্ট কুদ্দুস আর নেই

বাংলাদেশের সেরা কার্টুনিস্ট দৈনিক সংবাদের সাবেক সহকর্মী এমএ কুদ্দুস আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শনিবার ভোরে মারা যান। বড় অসময় চলে গেলেন তিনি। দেশ এবং সাংবাদিক সমাজকে আরও অনেক কিছু দেওয়ার ছিল। সাংবাদিকদের মধ্যে যে কয়জন মানুষকে, মনের ভেতর থেকে পছন্দ করি, তার মধ্যে কার্টুনিস্ট এম এ কুদ্দুস অন্যতম। চমৎকার উপস্থাপনায় সাহসিকতার সঙ্গে কার্টুন একে বাংলাদেশের সংবাদপত্রে কার্টুনকে জনপ্রিয় করেছেন। মানুষ হিসেবে তিনি ছিলেন সৎ, স্বচ্ছ, নির্লোভী, স্পষ্টভাসী এবং সাদা মনের। নিজের মতো করে কাজ করতে পারেন না বলে ইত্তেফাকের অনেক টাকা বেতনের চাকরি ছেড়ে সংবাদে ফিরে এসেছেন। সাংবাদিক নেতৃত্বে পরিবর্তনের আকাঙ্খায় গত বছর বিপুল ভোটে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আল্লাহ্ তাঁর পরিবারকে এই শোক সহিবার শক্তি দান করুক এবং এই সৎ মানুষটি জান্নাতবাসী করেন।